“এবারের ভোটটা আপনারা বিজেপিকে দিন”, বাম-কং সমর্থকদের কাছে আর্জি শুভেন্দুর

বিজেপিতে যোগদান করার প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত সর্বাধিক আ’ক্রমণ করে চলেছেন তিনি।

তবে মঙ্গলবার দুর্গাপুরের সভায় বাম ও কংগ্রেস সমর্থকদেরও দলে টানার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। দুই বিরোধী দলের সমর্থকদের কাছে তার আবেদন,”এবারের ভোটটা আপনারা বিজেপিকে দিন।”

দুর্গাপুরের বেনাচিতিতে মঙ্গলবার সভা করেন শুভেন্দু অধিকারী। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বর্ধমান পূর্বের সাংসদ, সদ্য বিজেপিতে যোগদানকারী সুনীল মণ্ডল, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং,বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এ দিনের সভায় উপস্থিত ছিলেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন,”আমি এখানকার বামপন্থী লোকেদের, কংগ্রেসের যে দু–চারজন আছেন তাঁদের বলব, এবারের ভোটটা বিজেপি–কে দিন। দলের মিছিলে যাচ্ছেন যান।”

একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”বিজেপি ক্ষমতায় এলে পঞ্চায়েতের নির্বাচন হবে। তৃণমূল কোথাও ভোট করতে দেয়নি।” তাঁর অভিযোগ,”২০১৭ সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কীভাবে বাইরে থেকে মুখে গামছা লাগিয়ে লোক নিয়ে এসে তৃণমূল ভোট করিয়েছে সেটা সবাই দেখেছে।

এমনকী সিপিএমও এই কাজ করেনি”। সকলকে আশ্বাস দিয়ে তিনি বলেন,”বিজেপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিজেপি ক্ষমতায় এলে গোটা রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে। দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হবে। পরিবার নিয়ে বুথ কেন্দ্রে গিয়ে আপনারা নিজের ভোট নিজে দিতে পারবেন।”

আসন্ন বিধানসভা নির্বাচনের বাম এবং কংগ্রেস জোট একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ল’ড়বে। আসন বণ্টন নিয়েই শুরু হবে আলোচনা। এরই মধ্যে বামেদের তৃনমূল বিরোধিতার বিষয়টিকে কাজে লাগাতে চান শুভেন্দু অধিকারী।

জনসভার পর এদিন প্রান্তিকা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত রোড শো করা হয়। বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, এসএস আলুওয়ালিয়ারা এদিন শুভেন্দু অধিকারীকে সঙ্গ দেন। ভিড়িঙ্গি কালীমন্দিরের সামনে রোড শো থামলে মন্দিরের পুরোহিত বিজেপি নেতাদের প্রত্যেকের হাতে আশীর্বাদী ফুল, প্রসাদ তুলে দেন।