“আগে বদলা নেব তারপর বদল হবে”, সভা থেকে প্রকাশ্যে হুমকি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের

“বদলা নয়, বদল চাই”। ২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে থেকে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল এই রকমই। স্লোগান এর সঙ্গে তাল মিলিয়ে একটি রিভলবার এর ছবি দেওয়া হোর্ডিং গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিল।

তবে রিভলবারের নল মাঠের দিকে নত অবস্থায় ছিল। বামপন্থী দলগুলোর এই স্লোগানটি কে “কথার কথা” বলে মনে হলেও, তৎকালীন সময়ে সারা রাজ্য জুড়ে এই শ্লোগান ব্যাপক সাড়া ফেলেছিল। রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বদলা নিয়ে তা প্রমাণ করে দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।

বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রচলিত সেই “বদলা নয় বদল চাই”স্লোগান স্বরূপ অন্য একটি স্লোগান সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তবে তা কেবলই বিজেপির দিক থেকে। বিজেপির শ্লোগান টি হল,”বদলও হবে, বদলাও হবে”।

স্লোগান নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। শাসক দলের বি’রুদ্ধে হু’ম’কি হিসেবে এটিকে ব্যবহার করা হয়েছে বলে অনেকের দাবি। এবার সেটাই প্রমাণ করে দেখালেন মুকুলের পুত্র শুভ্রাংশু রায়।

নদীয়ার চাকদহে বিজেপি যুব মোর্চার তরফ থেকে যে সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সেদিন সভায় দাঁড়িয়ে তিনি বলেন,”ফেসবুকে ঘুরছে একটি কথা, বলা হচ্ছে ‘বদলও হবে, বদলাও হবে’। আমি এর বিপক্ষে। আমি সেটা একটু বদলে দিতে চাই।

বলতে চাই, আগে বদলা হবে তারপর বদল হবে। কারণ, আমি যখন বদল করে ফেলব তখন তো আমি রাজধর্ম পালন করব। তা হলে বদলা নেব কার বি’রু’দ্ধে। তাই বদলা আগে নিতে হবে। না হলে ওরাই তো বলবে আপনে গলি মে তো কুত্তা ভি শের বনতা হ্যায়। তাই বদলা নেওয়ার জন্য তৈরি হন। আগে বদলা নেব, তারপর আমরা নবান্নে যাব।”

আগামী ৮ অক্টোবর বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। এ দিন তারই প্রস্তুতি সভা করতে এসেছিলেন কৈলাস বিজয় বর্গীয়। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায় এবং দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।