“ক্ষমতায় এলে প্রত্যেকটা জেলায় কারখানা খুলবে বিজেপি”, আশ্বাস দিলেন কৈলাস বিজয়বর্গীয়

পূর্ব বর্ধমানের রায়নার বড়বৈনানের জনসভা থেকে যুব সমাজের উদ্দেশ্যে কর্মসংস্থানের বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। একইসঙ্গে সভামঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কার্যকলাপ নিয়ে কটাক্ষ করেন তিনি।

যুব সমাজকে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন,”ক্ষমতায় এলে রাজ্যের সব জেলায় কল-কারখানা খুলবে বিজেপি। কর্মসংস্থান করা হবে যুবদের”।

মাঝে আর কয়েকটা দিন, এরপর শুরু হবে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। তার আগে পূর্ব বর্ধমান জেলার রায়নায় বিজেপির জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।

এদিনের সভায় মন্ত্রী থাকে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কৈলাস বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন নিয়ে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। যখন কোনও আইন হয়ে যায় তা নিয়ে সাংবিধানিক পদে থেকে কেউ এমন ভুল ব্যাখ্যা করলে তা অপরাধমূ’লক ষড়’যন্ত্র। উনি অপরাধমূলক আচরণ করছেন। উনি কৃষকের উন্নয়ন চান না।”

এরপর কৃষি বিল নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন,”কৃষি আইনে কৃষকের উপকার হবে। আয় বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি প্রকল্প থেকে কৃষকদের জন্য ৬ হাজার টাকা করে দিচ্ছেন যাতে তাঁরা উপকৃত হন।

সারা দেশের কৃষকরা ৯০ হাজার কোটি টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা তা পাননি। দিদি বলছেন, সারা দেশে প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের অ্যাকউন্টে টাকা পাঠাচ্ছেন। আর এখানে দিদি বলছেন তাঁকে পাঠাতে। কারণ, এখানে কাটমানি লাগে!”

বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাসের দাবি,”রাজ্যে বোমা, ব-ন্দুক, তৈরি হয়। রাজ্যে আ’তঙ্কবা’দ, নকশালবাদ তৈরি করা হয়েছে। তৃণমূল ক্ষমতায় আসারপর রাজ্যে একটাও কল-কারখানা হয়নি। কেউ চাকরি পায়নি। বরং ১০ হাজার কারখানা বন্ধ হয়ে গিয়েছে। মানুষ বে-রোজগেরে হয়ে গিয়েছেন।”

একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাস বলেন,”আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আসবে রাজ্যে। সারা রাজ্যে কল-কারখানা হবে। সারা দেশে চাকরির জন্য ঘুরতে হবে না যুবদের। প্রতিটি জেলায় কলকারখানা হবে। জেলার মানুষ সেখানে কাজ পাবেন। এই আমার প্রতিশ্রুতি।”

রায়নার সকল মন্ত্র থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন,”যেসব পুলিশ আধিকারিক খারাপ কাজ করছেন তাদের লিস্ট বানিয়েছি। চাকরি করা মুশকিল করে দেব।

আমরা ক্ষমতায় এলে কয়েকটা জেল বানাবো। সেই সব লোকেদের সেখানে ঘোরানো হবে। ইমানদারি নিয়ে যে আধিকারিকরা কাজ করছেন তাঁরা সম্মান পাবেন। মোদিজীর নেতৃত্বে বাংলায় বিজেপির ভাল সরকার হবে।” এদিনের সভা মঞ্চ থেকে মুকুল রায় সাধারণ মানুষের পাশে থেকে সরে যাওয়ার আশ্বাস দেন।