গ্রামের বিয়েতে গানের তালে দুর্দান্ত নাচ নেচে তাক লাগাল গ্রামের যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

এই পৃথিবীতে প্রতিভার অধিকারী মানুষের অভাব নেই। প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে কিছু না কিছু প্রতিভা নিয়েই জন্ম গ্রহণ করে। শুধু প্রয়োজন সেই প্রতিভা খুঁজে বের করে তাকে আরও বেশি করে ঘষে মেজে চকচকে করে তোলা।

কেউ ভালো নাচ করেন তো কেউ ভালো গান করেন। যার মধ্যে যেমনই প্রতিভা থাকুক না কেনো তার প্রকাশ করা প্রয়োজন। নাহলে মানুষ জনবেই বা কি করে! সেদিক থেকে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।

“আজা ডিজে পে নাচলে” গানের তালে ডান্স পারফর্ম করলো এক কিশোরী। তবে কোনো স্টেজে নয়, বরং রাস্তার মাঝে ডান্স পারফর্ম করেছেন এই কিশোরী। রাস্তার আশেপাশে প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে ছিল।

তারা প্রত্যেকেই এই কিশোরীর নাচ দেখতে ব্যস্ত ছিল। বয়স খুব বেশি হলে ১৩-১৪ বছর হবে। তাতেই রাস্তার মাঝে নেচে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এই কিশোরী।

সম্ভবত এই কিশোরীর নাম দিশা। তার পরনে ছিল একটি লাল রঙের সালোয়ার কামিজ। বিশাল কিছু মেকাপ কিংবা নাচের আগের কোনো প্রস্তুতিও নেইনি সে।

তার পুরো বেশভূষা দেখেই মনে হচ্ছে সে কোন দরিদ্র পরিবারের সন্তান। ফলস্বরূপ আগে কখনো ডান্স পারফর্ম শেখার সুযোগ তার পক্ষে ঘটেনি।

কিন্তু রাস্তার মাঝে তার ডান্স পারফর্ম দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় আমজনতার। তারা প্রত্যেকেই এক দৃষ্টিতেই রাস্তার মাঝে নাচতে থাকা কিশোরীর ডান্স পারফর্ম দেখতে থাকেন।

স্টেজ ব্যাকগ্রাউন্ড নেই, নেই কোনো আয়োজন। কিন্তু তাতেও এই কিশোরী ডান্স পারফর্ম রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

নাচের জন্য কোন প্রথাগত শিক্ষা না থাকলেও, এই কিশোরী প্রতিটি নাচের স্টেপ খুব সুন্দর করে উপস্থাপন করেছে। প্রতিটি মানুষের মধ্যেই জন্মগত কিছু প্রতিভা থাকে। তারই এক অনন্য নজির স্থাপন রাস্তার মাঝে।

উপযুক্ত শিক্ষা পেলে এই কিশোরী হয়তো বড় হয়ে কোন এক নামি নৃত্যশিল্পী হতেই পারত। “রিয়েল এন্টারটেইনমেন্ট বিডি” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ইউটিউবে ভিডিওটি আসামাত্রই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ৬ মিলিয়ন দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছে। ২৬ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।

কমেন্ট সেকশনে সকলেই এই কিশোরীর নাচের ব্যাপক প্রশংসা করেছেন। বিগত ৭ মাস আগে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইউটিউবে। কিন্তু এখনও পর্যন্ত প্রচুর ভিউ পাচ্ছে ভিডিওটি।