লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে তারই গান গেয়ে চমকে দিলো চা বিক্রেতা গৃহবধূ, ভিডিও ভাইরাল

ঘরবাইরে একসাথে সামলাতে দ’ক্ষ এই যুগের অনেক মেয়েরাই, কিন্তু আমাদের আগের প্রজ’ন্মের মায়েরা অনেক সময়ই সেই সুযোগ থেকে ব’ঞ্চিত ছিলেন। ঘরের কাজ, সংসার সামলাতে সামলাতে অনেক ক্ষেত্রেই তাদের প্রতিভার স্ফু’লিঙ্গ ছাইচাপা পড়ে গেছে, ভুলে গেছেন তাঁরা তাঁদের নিজস্ব অ’স্তিত্ব।

কিন্তু, বর্তমান সময়ে দাঁড়িয়ে পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণায় দ্রুততার সাথে প্রতিভার ছটা পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতেই। খুব সহজেই তুলে ধরতে পারছেন তাঁরা নিজের সুপ্ত প্রতিভা, মানুষের সামনে, কোনো রকম অনুষ্ঠান বা রিয়্যা’লিটি শো এর ঝক্কি না সামলেই।

সোশ্যাল মিডিয়া আমাদের সামনে এমন এক দিগ’ন্ত খুলে দিয়েছে যেখানে প্রতিভা থাকলেই মানুষের সামনে নিজেকে তুলে ধরা সম্ভব, এবং ছড়িয়ে পড়া সম্ভব হৃ’দয় থেকে হৃ’দয়ে।

ফেসবুক বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় প্রতিমূহুর্তেই অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে চলে, যে ভিডিওগুলি নজর কাড়তে সমর্থ, আঙুলের এক ছোঁ’য়াতেই সেগুলি ছড়িয়ে পড়ে আরো মানুষের সামনে।

কখনো বাচ্চাদের মজার কান্ড কারখানা, কখনো বা পশুপাখিদের অদ্ভু’ত কিছু দৃশ্য, আবার কখনো বা অদ্ভু’ত প্রতিভার নিদ’র্শন ভাইরাল হতে থাকে, এমনই একটি অসাধারণ গানের দৃশ্য ভাইরাল হলো নেট দুনিয়ায়।

বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়, তার মধ্যে মনো’রঞ্জনের জন্য তৈরি ভিডিও গুলি সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়। যেহেতু ভিডিওগুলি বিভিন্ন মানুষের প্রতিভাকে তুলে ধরে এবং একই সঙ্গে আ’নন্দ দেয় মানুষকে, সে কারণেই দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওগুলি।

বিপাশা দাস নামের এক ভদ্রমহিলা লতা মঙ্গেশকরের “জানে ক্যায়া বাত হ্যায়” গানটি কোনো রকম য’ন্ত্রানুষ’ঙ্গ ছাড়াই গাইলেন। রুজিরুটির জন্য চায়ের দোকান সামলাতে হয় তাঁকে। হয়তো প্রথাগত প্রশিক্ষণেরও সুযোগ পাননি তেমন। তবুও সুক’ন্ঠী তিনি।

ভদ্রমহিলার দক্ষতা থেকে এটা স্পষ্ট যে সংসারের পাশাপাশি রীতিমত দক্ষ হাতে অনুশীলন করেছেন তিনি, সংসারের হাল সামলেও তিনি চাপা পড়তে দেননি তাঁর মনের ইচ্ছাকে