



কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে সেরা গায়কের শিরোপা ছিনিয়ে নিতে, তা নিয়েই সরগরম সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো।




আর এই কারণেই ইন্ডিয়ান আইডলের টিআরপি দিনদিন চড়চড় করে বাড়ছে। প্রথমত, দেশের তস্য প্রান্ত থেকে খুঁজে আনা খাঁটি প্রতিভাগুলি ও দ্বিতীয়ত,




ছবির প্রমোশন কিংবা বিশেষ অতিথি হয়ে বলিউডি তারকাদের আগমন… এই দুইয়ের কারণে ইন্ডিয়ান আইডল সেরার সেরা।
এবছর বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া, নেহা কক্কর ও বিশাল দাদলানি। এবারের প্রতিযোগীরাও আর বারের মতো তাঁদের গানের জাদু দিয়ে দর্শক থেকে বিচারক সকলের মন জিতে নিতে সক্ষম হয়েছেন।এবারে ১৫ জন প্রতিযোগী একে অপরকে টক্কর দিচ্ছে। তাঁরা হল অযোধ্যার ঋষি সিং, জম্মু কাশ্মীরের চিরাগ কোতোয়াল, রাঁচির শগুন পাঠক, লক্ষ্ণৌয়ের বিনীত সিং, অমৃতসরের থেকে নবদ্বীপ ওয়াদালি এবং রুপম ভারনাহিয়া, বরোদার শিভম সিং, গুজরাতের কাব্য লিমাহে, কলকাতার বিদীপ্তা চক্রবর্তী, অনুষ্কা পাত্র, সেঁজুতি দাস, সঞ্চারী সেনগুপ্ত, সোনাক্ষী কর, দেবস্মিতা রায় এবং প্রীতম রায়। বলা বাহুল্য এবছর বঙ্গ প্রতিভাদের স্থান একটু বেশীই রয়েছে জনপ্রিয় এই মঞ্চে।
এবং মাত্র একমাসের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে বিদীপ্তা চক্রবর্তী। অন্যদিকে অযোধ্যার ঋষি সিংও এই বঙ্গকন্যার সঙ্গে জুটি বেঁধে লা জবাব পারফরম্যান্স দিচ্ছে প্রতি এপিসোডে। ড্রিম ডেবিউর দিন থেকেই বিচারকদের বশ করে ফেলেছেন এরা সুরের মায়ায়। এবার মাধুরী দীক্ষিত স্পেশাল পর্বে বিদীপ্তা গেয়েছিল ‘তু শায়ার হ্যাঁয়, ম্যায় তেরি শায়েরি’ গানটি। আর তাঁর গান শুনে রীতিমতো মুগ্ধ বিচারকেরা। ঋষির উদ্দেশ্যেই কি এই গান? ইঙ্গিত করছেন দর্শকরা। আর তখনই মানুরী দীক্ষিতের বলায় ঋষিও এই গানে সঙ্গ দেয় বিদীপ্তার। অর্থাৎ তাদের জুটির চাকা যে এগোচ্ছে তা বোঝাই যাচ্ছে। এই প্রোমোশনাল ভিডিওটি পোস্ট করা হয়েছে নিউজ অ্যাটাক নামক ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই ৪২ হাজার মানুষ দেখে ফেলেছেন চার দিনের মধ্যে। লাইক করেছেন তিনশোর বেশি মানুষ। কমেন্ট করে বিদীপ্তা আর ঋষিকে সাপোর্ট করেছেন বহু।