রাহুল “অনাগ্রহী, অপরিণত, অপটু,” বললেন বারাক ওবামা

বারাক ওবামার স্মৃতিচারনায় মনমোহন সিংহ, রাহুল গাঁধী। তবে বিষয়টি খুব একটা আনন্দদায়ক হলো না রাহুল গান্ধীর জন্য। বারাক ওবামার নিজের বই,”এ প্রমিসড ল্যান্ড” তে রাহুল গান্ধীকে তিনি “অনাগ্রহী ও অপটু” ছাত্র হিসেবে উল্লেখ করেছেন।

তাঁর বইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে “প্রেসিডেন্ট ইলেক্ট” জো বাইডেনের মতো তাবড় তাবড় নেতারা স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই দুইবার ভারতে এলেও প্রধানমন্ত্রীর স্থান হয়নি ওবামার বইয়ে।

শেষবার যখন রাহুলের সঙ্গে ওবামার সাক্ষাৎ হয় তখন ওবামা প্রেসিডেন্ট ছিলেন না। ২০১৭ সালে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারতবর্ষে আসেন তিনি। তখন তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ আলাপচারিতা সাড়েন তিনি।

আলাপচারিতার বিষয় নিয়ে রাহুল গান্ধী টুইট করে লিখেছিলেন,”ফলপ্রসূ আলোচনা হয়েছে বারাক ওবামার সঙ্গে”। ওবামার সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী কতটা আপ্লুত হয়েছিলেন তার প্রমাণ বহন করে রাহুলের টুইট।

এবার “এ প্রমিসড ল্যান্ড” বইটিতে বারাক ওবামা রাহুল গান্ধীকে যা লিখেছেন তাতে রাহুল গান্ধীর কিছুটা হলেও অস্বস্তিতেই পড়ার কথা। রাহুল গান্ধী সম্পর্কে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বইয়ে লিখেন,”রাহুল এমন একজন অনাগ্রহী ও অপটু ছাত্র, যিনি সমস্ত ক্লাসওয়ার্ক করে শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু হয় আত্মবিশ্বাসের অভাব, নয়তো দক্ষতা অর্জনের মতো প্যাশন নেই।”

বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন প্রায় ৬ বছর। তারমধ্যে বারাক ওবামা ২০১০ সালে ভারতে আসেন। মনমোহন সিং অবশ্য সেই সময়ে বেশ কয়েকবার আমেরিকা গেছেন।

মনমোহন সিং সম্পর্কে বারাক ওবামা তার বই তে লেখেন,”আমেরিকার প্রতিরক্ষা সচিব বব গেটসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী (প্রাক্তন) মনমোহন সিংহের খুব ভাল সম্পর্ক ছিল”।

বারাক ওবামার দুবার প্রেসিডেন্ট থাকার সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। বারাক ওবামা জো বাইডেন সম্পর্কে লিখেন,”বাইডেন ভদ্র, নম্র ও সৎ মানুষ। তবে উনি যদি মনে করেন যে তাঁর প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয়নি, তা হলে তিনি বিরক্তও হতে পারেন”। বারাক ওবামা ছিলেন জো বাইডেনের থেকে বয়সে ছোট।

সেই নিয়ে রসিকতা করে বারাক ওবামা লিখেন,”বয়সে ছোট বস-এর সঙ্গে কাজ করতে গেলে এমন হতেই পারে”। স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসেবে ২০১৫ সালে ভারতে এসেছিলেন বারাক ওবামা। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৭ সালে ফের ভারতে আসেন ওবামা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা হলেও ওবামা তার কথা একবারের জন্যও উল্লেখ করেনি নিজের বইয়ে।