‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ভোট প্রচারে নতুন স্লোগান তৃণমূলের

“বাংলা নিজের মেয়েকেই চায়” এবার এই স্লোগান নিয়ে নির্বাচনের ময়দানে তৃণমূল। বিধানসভা নির্বা’চনের পূর্বে “দিদিকে বলো” আর “বাংলার গর্ব মমতা’র” পর এবার নতুন স্লো’গান।

দলের শীর্ষ নেতৃত্ব শনিবার দুপুরে তৃণমূল ভবনে এই নতুন স্লো’গানের উ’দ্বোধন করেন। সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা এদিন উপস্থিত ছিলেন।

নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস বাঙালির আবে’গকে ছুঁ’তে চাইছে তৃণমূল। তৃণমূলের প্রচারের আর এক দিক বহিরা’গত তত্ত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলেই আ-ক্র-ম-ণ করে তৃণমূল।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে “ঘরের মেয়ে” হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই “বাংলার গর্ব মমতা” নামে প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল।

“ঘরের মেয়ে” স্লো’গানের পিছনেও রয়েছে ভোটকু’শলী প্রশান্ত কিশোর। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় “বাংলা নিজের মেয়েকেই চায়” লেখা ব্যানার দেখা গেছে।

সোশ্যাল মিডিয়াতেও প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক এই স্লো’গান নিয়ে প্রচার শুরু করেছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রচারে আসলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা’ল্টা মুখ হিসেবে কাওকে তুলে ধরতে পারেনি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূ’র্তিকে তুলে ধরতে চাইছে তৃণমূল।

রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ঘোষণা করেছেন, “এই ভো’টটা আমার। তাই প্রার্থী যেই হোক, আমাকে চাইলে তৃণমূলে ভো’ট দেবেন।” নির্বাচনের পূর্বে তৃণমূলের প্রচা’রাভিযানে মুখ্যমন্ত্রী হবেন মুখ্য ব্যক্তিত্ব।

“বাংলা নিজের মেয়েকেই চায়” স্লো’গানের পাশাপাশি আরও বেশ কিছু স্লো’গান সামনে আনতে চাইছে তৃণমূল। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরবে তৃণমূল।