খালি গলায় “কাঁচা বাদাম” গান গেয়ে সকলকে মুগ্ধ করল বাঙালি যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার আরো দুটি নাম আছে যথা নেট দুনিয়া এবং নেট মাধ্যম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসেই সিনেমা থেকে শুরু করে খেলাধুলা নিমিষেই উপভোগ করতে পারি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বা বন্যা, ভারী বৃষ্টিপাত সম্পর্কিত তথ্য নিমিষেই জেনে যেতে পারি।

এছাড়া এই নেট দুনিয়া আছে বলেই কোনো প্রতিভা একেবারে শুরুতেই শেষ হয়ে যায় না। প্রতিভাবান ব্যক্তিরা এই নেট দুনিয়াতে নিজেদের প্রতিভার ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হলে ওই প্রতিভাবান ব্যক্তি রাতারাতি স্টার হয়ে যান। বিশ্বজুড়ে ভাইরাল ‘বাদাম গান’। আর এই ‘বাদাম গান’-এর স্রষ্টা বিদেশ বিভুঁইয়ের কেউ নন।

তিনি রাঢ় বাংলার-ই এক বাদাম বিক্রেতা। নাম ভুবন বাদ্যকর। ইতিমধ্যেই সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ এই ‘বাদাম গান’ শুনেছেন, দেখেছেন। এমনকি রিমিক্সও বানিয়েছেন। ভাইরাল হয়ে যাওয়া সেই ‘বাদাম গান’-এর স্রষ্টা ভুবন বাদ্যকরের নিবাস বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে।”

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…” এই গানের কথায় সুরে মজেননি এমন মানুষ হাতে গোনা। ‘মানিকে মাগে হিথে’-এর মতোই আট থেকে আশি বুঁদ এই ‘বুবু ভাজা বাদাম’-এর ছন্দে। ফেসবুক, ইউটিউব, রিলস খুললেই বেজে উঠছে এই গান।

সাধারণভাবে নিজের লেখা, সুর দেওয়া ও গাওয়া ‘বাদাম গান’ এহেন বহুল প্রশংসিত হতেই খুশির ছোঁয়া বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গলায়। বললেন, মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে। ভালোই লাগছে। গানের কারণে ইতিমধ্যেই সেলিব্রিটি তিনি। এলাকাবাসী সারাক্ষণ-ই ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে।

আর এখন তারই গান নিয়ে অনেক অঞ্চলে নানান গলায় গাওয়া হচ্ছে। রীতিমতো কলেজ পড়ুয়া যুবক-যুবতীরা এতে বিশেষ ভাবে অংশগ্রহণ করেছেন। এখানে আমরা যে ফেসবুক ভিডিওটি দেখতে পাচ্ছি তাতে এই বাদাম বাদাম গানটিকেই বিভিন্ন অঞ্চলের মানুষজন নানান ভাবে নানান গলায় গেয়ে শোনাচ্ছি। ‌আর তা দেখে হেসে লুটোপুটি আমাদের নেট দুনিয়া দর্শকদের।

ভিডিওর শুরুতে প্রথম ফুটেজে, পূর্বাঞ্চল থেকে একটি মেয়ে এই গানটি গেয়ে শোনাচ্ছি দর্শক বন্ধুদের। যদিও তার গলাটা খুবই মিষ্টি ও সুন্দর প্রকৃতির লাগছে এই ভিডিওতে। কিন্তু দ্বিতীয় ফুটেজে, দক্ষিণাঞ্চল থেকে মাথায় টুপি, চোখে চশমা দিয়ে একটি ছেলে এক অন্যরূপ এই গানটিকে তুলে ধরে। এই গানটি ও দর্শক বন্ধুরা খুবই পছন্দ করেছেন।

তৃতীয় ফুটেজে উত্তরাঞ্চল থেকে একটি গ্রামের ছেলে এই গানটিকে হাস্যকর বেসুরা ভাবে ঠিক গ্রামীণ স্টাইলে গেয়ে শোনান। সর্বশেষ চতুর্থ ফুটেজে, পশ্চিমাঞ্চল থেকে একটি ভদ্রমহিলা লাল পোশাক পড়ে এই গানটিকে ঘরোয়াভাবে গেয়ে শোনান। সাম্প্রতিক এই ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ২ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন ও ১৫৪ হাজারেরও বেশি মানুষ জন এটি পছন্দ করেছেন। ১ হাজারেরও বেশি মানুষ জন ভিডিওটি শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন। Binodon Box নামক ফেসবুক পেজে ভিডিওটি রয়েছে।