অপেক্ষার অবসান! অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

সব জল্পনা সত্যি করে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কলকাতায় শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাবুল সুপ্রিয়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ছিলেন এদিনের যোগদান অনুষ্ঠানে।

ঘাসফুল সূত্রের খবর, লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন তিনি। তার পরিবর্তে বাবুল অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া সাংসদ আসনে রাজ্যসভায় যেতে পারেন। ২০১৪ সাল, আসানসোল থেকে বিজেপি টিকিটে প্রথমবারের জন্য সাংসদ হন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন তিনি।

২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন বাবুল। কিন্তু সাম্প্রতিককালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে মন্ত্রিত্ব খুইয়েছিলেন বাবুল। সেই সময় আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় ফেসবুকের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।

ফেসবুক পোস্ট করে বিজেপি ছেড়েছিলেন বাবুল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি জানান, “দলীয় নেতৃত্ব আমাকে বুঝিয়েছেন। আসানসোলের মানুষের কাছ থেকেও অনেক মেসেজ পেয়েছি। তাতে বুঝেছি ওখানকার মানুষ চাইছেন আমি যেন সাংসদ থাকি।”

বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, সাংসদ হিসেবে আসানসোলের উন্নতির কাজ চালিয়ে যাবেন তিনি। সেখানে যে সমস্ত প্রকল্প চলছে তা দেখভাল করবেন। তবে রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না তিনি।

ভবানীপুরে ভোটপ্রচারের তালিকায় নাম থাকলেও তিনি প্রচারে আসবেন না বলেও জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এবার ভবানীপুরের উপনির্বাচনের আগেই দল বদল করলেন বাবুল সুপ্রিয়। বাবুলের দল বদলের জল্পনা শুরু হয়েছিল কয়েক মাস আগে থেকেই। মন্ত্রিত্ব হারানোর পর বাবুলের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে বহুবার দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রীর সঙ্গে।