“যোগী-শাহ যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি”, কটাক্ষ ওয়েইসির

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির আ’ক্র’ম’ণের শি’কার হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর দাবি,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার। তারপরেই এই ধরনের মন্তব্য করে বসলেন এমআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি।

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন,”আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে ল’ড়াই করব। তেলেঙ্গানার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা। যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি।”

প্রসঙ্গত উল্লেখ্য,গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ১৪৯টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। কিন্তু তার মধ্যে জয়লাভ করেছে মাত্র ৪৮ টি আসনে। তাদের আগে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

এর জেরে হায়দ্রাবাদের বিজেপি ঝড় বইছে বলে মনে করেন অনেকেই। কিন্তু বিষয়টি মানতে নারাজ, ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়েইসি।

তাঁর দাবি,”কোথায় ঝড় বইছে? যদি সত্যিই কোনও ঝড় বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দরাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু, আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি।

আমরা গণতান্ত্রিক স্টাইক করেছি। আগে ৬০টি আসনে ল’ড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১টি আসনে ল’ড়াই করেও তা ধরে রাখতে পেরেছি”।

তবে কার কন্ঠে আত্মবিশ্বাসের শোনা গেলেও কিছুটা হলেও বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত তিনি। তিনি বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভাল ধারণা রয়েছে।