ইন্ডিয়ান আইডল এর মঞ্চে অসাধারণ গান গেয়ে দেশজুড়ে ভাইরাল বাঙালি যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডলের মঞ্চের জনপ্রিয় প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলালের জন্য এবার গান লিখলেন জাভেদ আখতার। সেই গানের সুর দিলেন অনু মালিক।

ইন্ডিয়ান আইডলের মঞ্চ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। বিশাল দাদলানি বিচারকের মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন। পরিবর্তে সেই জায়গায় এসেছেন সুরকার অনু মালিক।

তবে এবার ইন্ডিয়ান আইডলের মন যে অনু মালিক এবং জাভেদ আখতার গান লিখলেন প্রতিযোগীর জন্য। ইন্ডিয়ান আইডলের মঞ্চে জাভেদ আখতার এসেছিলেন অতিথি হয়ে।

একসময় তাঁকেও বিচারকের আসনে দেখা গিয়েছিল। তবে জাভেদ আখতার শো ছেড়ে দিয়েছিলেন। এবারও সেই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেই নিজের,

বেশ কয়েকটি সিনেমা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। প্রতিযোগিতার গানে মুগ্ধ হয়ে তিনি সকলের প্রশংসায় পঞ্চমুখ হন।

কিন্তু তাঁর সবথেকে বেশি যার গান পছন্দ হয়েছে তিনি হলেন, অরুনিতা কাঞ্জিলাল। অরুনিতা কাঞ্জিলালের গানে মন্ত্রমুগ্ধ হয়ে তাঁকে একটি চ্যালেঞ্জ দেন জাভেদ আখতার।

তরুণী তার মধ্যে থাকা প্রতিভা কতটা রয়েছে তা জানার জন্য, জাভেদ ও অনু দুজনে কিছুক্ষণের মধ্যেই একটি গান তৈরি করে ফেলেন।

সেই গান গাইতে বলেন অরুনিতা কাঞ্জিলালকে। ইন্ডিয়ান আইডলের সঞ্চালক আদিত্য নারায়ন অরুনিতাকে বলেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে।

জাভেদ আখতার এবং অনু মালিক এর দেওয়া চ্যালেঞ্জ একসেপ্ট করেন অরুনিতা। জাভেদ আখতার এবং অনু মালিকের দেওয়া সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে,

খুব ভালোভাবে উতরে যান অরুনিতা কাঞ্জিলাল। জাভেদ আখতারের কথা ও অনু মালিকের সুরে একটি নতুন গান গাওয়া তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা ছিল,

বলেই জানান অরুনিতা কাঞ্জিলাল। নিজেকে ভাগ্যবান বলে মনে করেন অরুনিতা। তাঁর কথায়, ইন্ডিয়ান আইডলের মঞ্চের এই পর্ব তার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অমর হয়ে থাকবে।

ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর মঞ্চের প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল সংগীত শিল্পী হওয়ার।

পড়াশোনাতেও একই সঙ্গে খুবই ভালো অরুনিতা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে একরাশ স্বপ্ন নিয়ে প্রতিযোগী হিসেবে আসা অরুনিতার গানে মুগ্ধ হয়েছিলেন এ আর রহমান ও রেখা।

ওয়ার্ল্ড মিউজিক ডে’-র দিন হিমেশ রেশমিয়া ঘোষণা করেন যে, মুডস  অ্যান্ড মেলোডিজ অ্যালবামে অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদীপ রঞ্জন গান গাইবে।