সুরেলা কণ্ঠে গান গেয়ে স্টেজ কাঁপিয়েছিল ছোট্ট অরুনিতা, তুমুল ভাইরাল ভিডিও

“ইন্ডিয়ান আইডল ১২” এর মঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করেছেন অরুনিতা কাঞ্জিলাল। কিন্তু বিষয়টি বাংলার মানুষের মধ্যেও মনে ধরেনি। পবনদীপ রাজন প্রথম স্থানে রয়েছে।

অনেকেই মনে করছেন, ইন্ডিয়ান আইডল ১২ জেতার অন্যতম দাবিদার ছিলেন বনগাঁর অরুনিতা কাঞ্জিলাল। তাঁর গলায় জনপ্রিয় গানে মুগ্ধ শোয়ের তিন বিচারক হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্কর।

কুমার শানু, অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের মতো সঙ্গীত শিল্পীরা ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসে প্রশংসা করেছেন অরুনিতার।

অরুনিতা কাঞ্জিলালের রিয়ালিটি শোতে অংশগ্ৰহণ এই প্রথম বার নয়। এর আগেও জনপ্রিয় হয়েছিলেন তিনি। ২০১৩ সালে “সা রে গা মা পা লিটল চ্যাম্প” বাংলাতে বিজয়ী হয়েছিলেন অরুনিতা।

হৈমন্তী শুক্লা, জয় সরকার এবং মহালক্ষ্মী আইয়ার ছিলেন বিচারক আসনে। এর পর ২০১৪ সালেও “সা রে গা মা পা লিটল চ্যাম্প” হিন্দিতে প্রতিযোগী ছিলেন বাংলার অরুনিতা কাজনিলাল।

সেখানে বিচারক আসনে ছিলেন আলকা ইয়াগনিক, মোনালি ঠাকুর ও শান। ২০১৪ সালের “সা রে গা মা পা লিটল চ্যাম্প” হিন্দির একটি এপিসোডে অরুনিতা কাঞ্জিলালের পারফর্মেন্স,

রীতিমতো জনপ্রিয়তা অর্জন করে নিল সোশ্যাল মিডিয়া জুড়ে। অরুনিতা নিজেই তাঁর ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করেছে সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, “তেরে বিনা জিয়া যায় না” গানটি অসাধারণ ভঙ্গিমায় গাইছে ছোট্ট অরুনিতা। পরনে তার সাদা আর গোলাপীর কম্বিনেশনে একটি সাধারণ ফ্রক।

নেই বিশেষ সাজ পোশাক। হাতে মাইক্রোফোন ধরে সুন্দর কন্ঠে গান গাইছেন তিনি। বিচারক আসনে বসে থাকার বিচারকেরা গান শুনে মুগ্ধ হয়ে যান।

ছোট্ট অরুনিতার গান শুনে আলকা ইয়াগনিক, মোনালি ঠাকুর ও শান ব্যাপক প্রশংসা করেন। অরুনিতা তাঁর নিজের ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক এই ভিডিওটি পোস্ট করেছেন।

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটির বর্তমান দর্শক সংখ্যা ২ মিলিয়নেরও বেশি। ২৬ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশন ভরে গিয়েছে প্রশংসাসূচক মন্তব্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি “তানসেনের তানপুরা” ওয়েব সিরিজে একটি গান গেয়েছেন অরুনিতা কাঞ্জিলাল। বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলালের ছোটবেলা থেকেই প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার স্বপ্ন।

বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এখন অবসরপ্রাপ্ত। মা সর্বাণী কাঞ্জিলাল তাঁর গানের প্রধান শিক্ষিকা। প্রাথমিক ভাবে মামার কাছ থেকেই সংগীত শিক্ষা গ্রহণ করেন অরুনিতা।

এরপর সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা শেষ করে রবীন্দ্র গাঙ্গুলীর কাছ থেকে সংগীত শিক্ষা নিয়েছেন তিনি। ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় স্থান অধিকার করে নিজের ক্যারিয়ারের মন দিয়েছেন অরুনিতা।