সুরেলা কণ্ঠে পবন্দীপের সাথে ডুয়েট গান গেয়ে মঞ্চ কাঁপাল অরুনিতা, তুমুল ভাইরাল ভিডিও

গত ১৫ আগস্ট দেশের সবথেকে বড় মিউজিকের রিয়েলিটি শো “ইন্ডিয়ান আইডল সিজন ১২” শেষ হয়েছে। এবারে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অংশগ্রহণকারী,

বাংলার কন্যা অরুনিতা কাঞ্জিলালের প্রতি বাংলার মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিজয়ী হতে পারেননি তিনি। ইন্ডিয়ান আইডল মঞ্চে সেরার শিরোপা লাভ করলেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন।

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, দর্শক, অরুনিতা কাঞ্জিলাল আর পবণদীপ রাজনের যুগলবন্দী গানে মন্ত্রমুগ্ধ। “ইন্ডিয়ান আইডল ১২” শেষ হয়ে গেলেও তার রেশ এখনো কাটেনি।

তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অরুনিতা আর পবনদীপের প্রেম নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল একসময়। মুম্বাইয়ে একই স্থানে ফ্ল্যাট নিয়েছেন অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদীপ রাজন।

বন্ধুত্ব থেকে অবশেষে প্রতিবেশী হলেন একে অপরের। ইন্ডিয়ান আইডল ১২ চলাকালীনই তাদের সম্পর্কের রসায়ন নিয়ে নানা মহলে নানা আলোচনা চলত।

শোয়ের বিচারক থেকে শুরু করে হোস্ট এমনকি অন্যান্য প্রতিযোগিরাও তাদের নিয়ে বেশ রসিকতাও করত। গত ১৫ আগস্ট ছিল ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর গ্র্যান্ড ফিনালে।

দুপুর ১২টা থেকে গ্র্যান্ড ফিনালে পর্ব নানা অনুষ্ঠান ও পারফর্মেন্সের মাধ্যমে রাত ১২টা পর্যন্ত চলেছে। চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই অবশ্য স্টেজে দুজনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো।

ইন্ডিয়ান আইডল এর ফলাফল যাই হোক না কেন সেই সব নিয়ে খুব একটা চিন্তিত নন দুজনে। বলিউডে দুজনেই চাইছেন পাকাপাকিভাবে জায়গা করে নিতে।

ইন্ডিয়ান আইডলের এই দুজন জনপ্রিয় প্রতিযোগীর পারফরম্যান্সের ভিডিও আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, শোয়ের হোস্ট

আদিত্য নারায়ন অরুনিতাকে বলেন, পবনদীপের জন্য জীবনসঙ্গী হিসেবে একটা মেয়ে খুজে দিতে। তারই মত টানা টানা চোখ সে যদি আবার বাংলার মেয়ে হয় তাহলে ভালই হয়। এই কথা শুনে হাসতে শুরু করে অরুনিতা।

এরপর মঞ্চ থেকে আদিত্য নারায়ন চলে যেতেই যুগলবন্দি গান শুরু হয় পবনদীপ এবং অরুনিতার। কুমার শানু এবং অলকা ইয়াগনিকের গাওয়া জনপ্রিয় গান, “রাহ্ মে উনসে” গানটি গাইলেন একসঙ্গে।

পবনদীপ এবং অরুনিতার গান গাওয়ার সেই মুহূর্ত পোস্ট করা হয়েছে সনি এন্টারটেইনমেন্ট ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল থেকে। এখনো পর্যন্ত ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি।

এদিন সবুজ রঙের গাউন পড়ে দেখা গিয়েছে অরুনিতাকে। অন্যদিকে প্রতিদিনের মতো পবনদীপ পড়েছিলেন একটি রংচঙে ব্লেজার আর তার সেই টুপি।

আড়াই মিলিয়ন দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি প্রচুর সংখ্যক লাইক পড়েছে ভিডিওটিতে। কমেন্ট সেকশনে সকলেই দুজনকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।