



ইন্ডিয়ান আইডল’ দিয়ে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। গত বছর অগস্ট মাসে বিজেতার ট্রফি হাতে তুলে নেন তিনি। এরপর একের পর এক শো,




রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের,




ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক। ইন্ডিয়ান আইডল ১২-এর সুবাদে এখন পরিচিত নাম অরুদ্বীপ।
প্রেমের সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে গিয়েছিলেন তাঁরা, তাঁদের মতে ‘আমরা বন্ধু’। কিন্তু তাদের হাবভাবে কিন্তু ফুটে ওঠে অন্য কিছু। আর তা বেশী করে রঙ চড়িয়ে দর্শকদের সামনে পরিবেশন করা হয়। দর্শকদের চোখে তাঁরা জুটি, এই জুটি তৈরি করেছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ। কিন্তু রিয়ালিটি শো শেষ হলেও অরুণিতা-পবনদীপ জুটিকে নিয়ে চর্চা থামেনি। ইন্ডিয়ান আইডল থেকে বেরোনোর র তাঁরা বলিউডের তিন তিনটি অ্যালবামে কাজ করেছেন। আমেরিকার লাইভ শোয়ে মঞ্চ মাতিয়েছেন। এবার অনুরাগীদের জন্য নতুন চমক নিয়ে হাজির তাঁরা। জানা যাচ্ছে, নতুন গান নিয়ে আসছেন তাঁরা।
এই গান নাকি এখনও পর্যন্ত তাঁদের গাওয়া সবথেকে র্যোমান্টিক গান। অরুনীতা ও পবনদ্বীপের আসন্ন এই গান কম্পোজ করেছে সেলিম। বলাই বাহুল্য, এই নিয়ে যথেষ্ট উৎসাহী অনুরাগীরা। যতই বিদেশে কনসার্ট হোক, নতুন অ্যালবামে গান আসুক, অনুরাগীদের দাবি একটাই, তাঁরা যেন রিয়েলিটি শো তে ফিরে আসেন কারণ এতে করে নিত্যদিন দেখার একটা ব্যাপার থাকে। এরকমই দাবি রেখেছেন আদিল রিয়্যাকশনও। ঐ চ্যানেল থেকেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। লাইক করেছেন বেশ কয়েকজন। তবে কমেন্টে একজন লিখেছেন, “বিয়ে কবে করছ অরুনীতা পবনদ্বীপ?