এসি ঘরে বসে যুদ্ধ দেখা নয়! নিজেও শত্রু পক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

আজারবেইজান আর আর্মেনিয়ার তুমুল যু”দ্ধে পা মেলালেন এবার দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ও। বিগত বেশ কিছুদিন উত্তাল যু’দ্ধ পরিস্থিতি আর্মেনিয়া আর আজারবেইজানের মধ্যে।

রীতিমত তৃতীয় বিশ্ব’যু’দ্ধ শুরুর পথে, এমতাবস্থায় আর্মেনিয়ার জনগণ প্রমাণ করে দিলেন দেশপ্রেম আদতে কি, কিভাবে সে’না’বাহিনীর পাশে থাকতে হয়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ার স্ত্রী আনা হাকোবায়ান এবার দেশপ্রেমের কর্তব্য পালনে নামলেন। যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য রীতিমত সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করেতেন তিনি। তাঁর এই কর্মকান্ডে গর্বিত তাঁর স্বামী ও অন্যান্য রাজনৈতিক আধিকারিক সহ দেশের জনগণও।

আর্মেনিয়ার এই যু’দ্ধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্থাপনের পরামর্শ দিলেও, পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। তুর্কি এবং পাকিস্তান ক্রমাগত আজারবেইজানকে সর্মথন করায়, একদিকে যেমন সং’ঘ’র্ষ বিবাদ বিরাট আকার ধারণ করছে, তেমনই আমেরিকা রাশিয়া সহ বৃহৎ শক্তিগুলির রোষের মুখে পড়ছে তুর্কি।

আর্মেনিয়ার অন্যান্য রাষ্ট্র আধিকারিকরাও যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য নেমেছেন সামরিক ক্ষেত্রে, তাঁদের এ দেশপ্রেম প্রশংসার দাবি রাখে। অন্যদিকে প্রধানমন্ত্রীর স্ত্রী,আনা হাকোবায়ান তো রীতিমত দেশমাতার কর্তব্য পালন করছেন। সন্তানসম দেশের জনগণকে বাঁচানোর জন্য নিজেই প্রাণের তোয়াক্কা না করে নেমে পড়েছেন যুদ্ধক্ষেত্রে। এই নারীকে কুর্নিশ জানাচ্ছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনায়করাই।