তৃণমূল জিতলে বাংলা ছাড়তে হবে বিজেপি নেতা-কর্মীদের: অনুপম

সামনেই 2021 সালের নির্বাচন, তা নিয়েই চরম উত্তেজনা রাজনৈতিক দল দুলির মধ্যে। নবমীর সকালে বিজেপি পরিবারের উদ্দেশ্যে অনুপম হাজরা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বার্তা রাখেন।

তিনি পোস্ট-এর মাধ্যমে দলীয় কর্মীদের সংযত হতে বলেন । তিনি আরও বলেন যে , গোষ্ঠীদ্ব’ন্দ্বে না জড়িয়ে সবকটি আসন শাসক দলের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্য দল বেঁধে ল’ড়া’ই এ নামতে হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যদি বিজেপি নির্বাচনে হারে তাহলে দলের নেতা-কর্মীদের মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে। বিজেপির দলীয় নেত্রীদের অভ্যন্তরীণ ঝামেলার কথা বলেই তিনি তাদের দলীয় নেতা-নেত্রীদের সংযত থাকতে বলেন।

সম্প্রতি সৌমিত্র খাঁ দলত্যাগ করেছিলেন অন্তরকলহের জন্যই যদিও তারপর তিনি আবার ফিরে আসেন দলেই। তারপরই এই পোস্ট করেন অনুপম হাজরা। 2021 নির্বাচন কে পাখির চোখ করে ময়দানে নেমে ল’ড়াই করতে বলেন তিনি। তবে তিনি হেরে গেলে কি হতে পারে সেটাও বললেন।

তিনি বললেন, ” আমরা যদি বাই চান্স হেরে যায় তাহলে আমাদের বাংলার বাইরে অন্য রাজ্যে বাসস্থান খুঁজতে হবে।বুথ স্তরের কর্মীরা খুব সমস্যায় পড়বেন।” তিনি বিভিন্ন ইঙ্গিত দিয়ে দলকে একসুতোয় বেঁধে রাখতে চান।