“ভোটের আগে ভগবানকে ঘু’ষ দিয়ে লাভ নেই”, অনুব্রতকে কটাক্ষ দিলীপ ঘোষের

বীরভূমের কঙ্কালীতলায় মহাবিজয় যজ্ঞ করেছেন দন্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। উদ্দেশ্য একটাই ২০২১এর নির্বাচনে আবারও রাজ্যের ক্ষমতায় মা-মাটি-মানুষের সরকারকে প্রতিষ্ঠা করা।

অনুব্রত মণ্ডলের মহাবিজয় যজ্ঞকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যজ্ঞ করে আর কোনো লাভ হবে না বলেই দাবি দিলীপ ঘোষের।

নিউ টাউনের ইকোপার্কে বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ শেষে দিলীপ ঘোষ বলেন,”ও তো লোকসভা নির্বাচনের আগেও যজ্ঞ করেছিল। ফল কি কিছু হয়েছে? তৃণমূলের ১২টা আসন কমেছে।

সারা বছর লুঠপাট করে ভোটের আগে ভগবানকে ঘু’ষ দিয়ে লাভ হয় না।” তাঁর মতে,”২২০ নয়, ১২০ আসনের প্রার্থনা করতে বলুন। ভগবান যদি দয়া করেন। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ২০০ আসন পাচ্ছেই।”

প্রসঙ্গত উল্লেখ্য,বুধবার কঙ্কালীতলায় তৃণমূলের পক্ষ থেকে মহাবিজয় যজ্ঞের আয়োজন। এই যজ্ঞের আসরে পৌরোহিত্য করেন ১২ জন পুরোহিত। ১২৮ ক্যুইন্টাল বেল কাঠ ও ৪০ কেজি ঘি সহযোগে এদিনের যজ্ঞ অনুষ্ঠিত হয়।

এছাড়াও, ৪,০০০ মানুষ প্রসাদ গ্রহণ করেন। এদিন যজ্ঞ করে মা কালীর কাছে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য ২২০ – ২৩০ আসন প্রার্থনা করেন অনুব্রত মণ্ডল।