স্ত্রী মোহনা ও মেয়ে নবন্যাকে নিয়ে স্বর্ণমন্দিরে গেলেন জিৎ, ভাইরাল ছবি

অমৃতসরের স্ব’র্ণম’ন্দিরে পুজো দিলেন টলি’উড বাদশা জিৎ। তাঁর সঙ্গে স’ঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী মোহনা ও মেয়ে নবন্যা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যা’ন্ডেলে জিতের পো’স্ট করা ছবি একথায় বলে।

স্ত্রী কন্যার সাথে ছবি পো’স্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “waheguru”। সেখানে ম’ন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন জিৎ এবং তাঁর স্ত্রী ও কন্যা।

স্বর্ণ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে থাকা জিতের পরনে ছিল জিন্সের উপর সাদা পাঞ্জাবি, মাথায় গেরুয়া পটকা, যা গুরুদুয়ারায় প্রবেশের সময় পরিধান করতে হয়।

তাঁর স্ত্রীর প’রনে ছিল কমলা রঙের সালোয়ার কামিজ। কন্যা নবন্যা পড়েছিল, কচি কলাপাতা রঙের একটি সুন্দর জামা।

স্ত্রী ও মেয়েকে নিয়ে অমৃতসরের স্ব’র্ণম’ন্দির দর্শনে গিয়েছিলেন জিৎ। অন্তত তাঁর ইনস্টাগ্রাম পো’স্ট এমনটাই প্রমাণ করে।

ইনস্টাগ্রামে পোস্ট করা জিৎ এবং তাঁর স্ত্রী ও কন্যার ছবি সাম্প্রতিককালের নাকি পুরাতন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

দিন কয়েক আগে জিৎ তাঁর স্ত্রী এবং কন্যাকে নিয়ে বরফের জায়গায় ঘুরতে যাওয়ার একটি ছবি পো’স্ট করেছিলেন ইন’স্টা’গ্রামে।

এই দুটি ছবি সমসাময়িক ভ্রমণের কিনা সে সম্পর্কেও কিছু জানা যায়নি। ক্যারিয়ারের প্রথমে নবাব গে’ঞ্জীর কমার্শিয়াল বি’জ্ঞা’পন দিয়ে নিজেকে প্রকাশ্যে এনেছিলেন বর্তমান টলি’উড বা’দ’শা জিৎ।

২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর পরিচালিত “সাথী” সিনেমাতে অভি’নয় করে প্রথম বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।

এরপর একের পর এক সুপারহিট ছবি নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন জিৎ। আপাতত তাঁর শেষ সিনেমা হল, “শেষ থেকে শুরু”।

২০১১ সালের ২৪শে ফেব্রুয়ারী লক্ষৌ শহরের একজন স্কুল শিক্ষিকা মোহনা রতলানীকে বিবাহ করেন জিৎ। নিজের পে’শা হিসেবে অ’ভি’নয়ের প্রতি যতোটা যত্নবান জিৎ, ঠিক ততটাই পরিবারকে গুরুত্ব দেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

এই বছর জিৎ এবং মোহনার ১০ বছরের বিবাহ বার্ষিকী পালিত হয়েছে। স্ত্রী আর মেয়ের সঙ্গে একান্তে কাটানোর কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন জিৎ।