পাঁচ বছরে “সোনার বাংলা” গড়ে দেব, বার্তা আমিতের

প্রত্যেকের রাজনৈতিক দলের লক্ষ্য একুশের বিধানসভা ভোট। শাসক দলের বেশ কিছু বিধায়ক দল বদল করায় তৃণমূল এখন বেশ অসস্তিতে। কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সময়ই আসেন রাজ্য সফরে।

তিনি মেদিনীপুরে একটি বিশাল জনসভা করার পর বোলপুরে যান। সেখানে তিনি একটি হুডখোলা জিপে চড়ে রোড-শো করেন শহরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত। এই Rally-কে কেন্দ্র স্থানীয় BJP কর্মী-সমর্থকদের প্রচণ্ড উৎসাহী দেখা যায় আর বোলপুরের রাস্তা দেখা যায় অসংখ্য জনতাকে।

অনেকেই আবার অমির শাহকে একবার চোখের দেখা দেখতে ভিড় করতে দেখা যায়।অনেকেই শাহকে উদ্দেশ্য করে ফুল ছোঁড়েন, অমিত শাহ কেউ অবশ্য পাল্টা ফুল ছুঁড়তে দেখা যায়। তিনি বোলপুরের জনতার উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, ‘নরেন্দ্র মোদিকে একবার সুযোগ দিন, কথা দিচ্ছি ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেব।’

রোড শো তে এর বিশাল সংখ্যক জনস্রোত দেখে অমিত শাহ আপ্লুত হন। তিনি বলেন,  ‘আমি জীবনে এমন রোড-শো আগে একটাও দেখিনি। বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে কতটা ভালোবাসেন, ভরসা করেন, এই রোড-শো সত্যিই তার প্রমাণ।

এই রোড শো থেকে এটাও স্পষ্ট যে বাংলার মানুষ মমতা দিদির প্রতি ক্ষুদ্ধ, বাংলার মানুষ এবার পরিবর্তন চান। আমি বলছি নরেন্দ্র মোদিকে একবার সুযোগ দিন। কথা দিচ্ছি ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেব।’

একুশের নির্বাচনের বাংলা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে গেরুয়া বাহিনী। তারা এবার ভীষন আশাবাদী ও তাদের জয়ের বিষয়ে।  কিন্তু ভোটে জিতলে BJP সরকারের তরফে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে।

বোলপুরে অমিত শাহ সেই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়ে Zee ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন, ‘বাংলা থেকেই হবেন মুখ্যমন্ত্রী অর্থাৎ একজন বাঙালি-ই মুখ্যমন্ত্রী হবেন ।’