কোথায় দাঁড়াবেন বুঝতে পারছেন না, নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া নিয়ে মমতাকে কটাক্ষ অমিত শাহের

উত্তরবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত ক্রমশই ঊর্ধ্বমুখী। সেই উত্তরবঙ্গের মাটিতে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আ-ক্র-মণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাঁর অনুযায়ী, “দিদি লোকসভা নির্বাচনের আগে আমাদের শূন্য দিচ্ছিলেন, এখন নিজেই নিজের জন্য আসন খুঁজে বেড়াচ্ছেন। এখানে ল-ড়-বে-ন না ওখানে ল-ড়-বেন, নাকি দুটি আসনে ল-ড়-বেন। বুঝে উঠতে পারছেন না।”

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নন্দীগ্রামে নিজের দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

একুশের বিধানসভা নির্বাচনের ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই ল-ড়া-ই করার ইঙ্গিত মিলেছে তাঁর মন্তব্যে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর গড় নামে পরিচিত নন্দীগ্রাম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, নির্বাচনের পূর্বে শুভেন্দু অধিকারীর দল ত্যা-গ করে বিজেপিতে যোগদান করার প্রভাব যাতে নন্দীগ্রাম তথা মেদিনীপুরে কোনভাবে না পরে সেই বিষয়েই নজর দিতে মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত নন বলেই নিজের জন্য নি-রা-পদ আসন খুঁজে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।

কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রীকে খোটা দিয়ে তিনি বলেন, “লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম রাজ্যে আমরা কুড়িটির বেশি আসন জিতব। দিদি আমাদের বলেছিলেন আমরা নাকি শূন্য পাব।

আজ উত্তরবঙ্গ থেকে রাজু সিং বিস্তা, নিশীথ প্রামাণিকরা সাংসদ হয়ে গিয়েছেন। আর আপনি নিজের জন্য আসন খুঁজে বেড়াচ্ছেন। এখানে দাঁড়াবেন না ওখানে দাঁড়াবেন, এক জায়গায় ল-ড়-বেন না দুই জায়গায় ল-ড়-বেন, বুঝতেই পারছেন না।”

কোচবিহারের সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। তিনি বলেন,”আপনারা মমতা সরকারকে উ-প-ড়ে ফেলে দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে তুলব।”

বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে চালু হবে “প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি”। এমনকি রাজ্য সরকারের জন্য আটকে থাকা কৃষকদের গত দু’বছরের ১২ হাজার টাকা পাবেন কৃষকরা। একথা নিজেই জানান অমিত শাহ।

তাঁর দাবি, বিজেপি ক্ষ’ম’তায় এলে এক সপ্তাহের মধ্যে রাজ্যে “আয়ুষ্মান ভারত” যোজনা চালু হবে। অমিত শাহ আরও বলেন, “একবার বিজেপিকে সুযোগ দিলে ৫ বছরের মধ্যে সোনার বাংলা উপহার দেব। বাংলাকে অনুপ্র-বেশকারী থেকে মু-ক্ত করব, পাঁচ বছরের মধ্যে বাংলাকে গু-ণ্ডা মু-ক্ত করব।”