বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ওপর অ’ত্যাচার কমবে, দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের

ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তোপ দাগলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, “সব পুলিশ কর্মীরাই খা’রাপ নন। কিন্তু কিছু পুলিশ অফিসার এমন কাজ করছেন, তাতে স্পষ্ট যে তাদের শির’দাঁড়া ভে’ঙে গিয়েছে।”

নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এক তরুণীকে গ’ণধ*র্ষ”ণের অভিযোগ উঠেছে, শনিবার তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানেই রাজ্য পুলিশের বিরু’দ্ধে সরব হন তিনি।

অগ্নিমিত্রা পালের সঙ্গে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদল। নি’র্যা’তিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অগ্নিমিত্রা পলের অভিযোগ, “এ রাজ্যে ধ*র্ষ’ণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রেই অপ’রাধের সঙ্গে জড়িত তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। কালীগঞ্জে যে তরুণীকে গ’ণধ*র্ষ’ণ করা হয়েছে, তাঁর মূল অভিযুক্ত তৃণমূলের এক স্থানীয় নেতার ছেলে”। ইচ্ছাকৃতভাবে পু’লিশ তাকে গ্রে’প্তার করছে না বলে অভি’যোগ করেন তিনি।

পুলিশকে হুঁশি’য়ারি দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন,”আমরা সরকারে আসার পর দো’ষী পুলিশ অফিসাররা যাতে সাস’পেন্ড হন, সেটা দেখা হবে।” একইসঙ্গে রাজ্যের শা’সক দল কে কটা’ক্ষ করে তিনি বলেন,”এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতানেত্রীরা হাথরসের ঘটনা নিয়ে খুবই ব্যথিত ছিলেন।

অথচ চোপড়া, সিঙ্গুর, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় মহিলারা নি’র্যাতি’তা হলেও তৃণমূল নেতানেত্রীরা তাঁদের পাশে গিয়ে দাঁড়ানোর সৌজন্য দেখান না।” অগ্নিমিত্রা আশ্বাস দেন, রাজ্যের ক্ষ’মতায় বিজেপি এলে মহি’লাদের ওপর অ’ত্যাচার কমবে।

অন্যদিকে নি’র্যা’তিতা তরুণী লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে এক অভি’যুক্তকে গ্রে’ফতার করে। পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্ত ভাসু শেখ, মিঠুন শেখ এবং সুজাউদ্দিন আহমেদ।

এরমধ্যে সুজাউদ্দিন স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে। ওই তরুণীর পরিবারের অভি’যোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো করে কুলগাছিতে দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তরুণী।

মোটর বাইকে করে তিন জন যুবক এসে তেজনগর এলাকার কাছে সেই টোটো আ’টক করে। চালককে আ’গ্নেয়া’স্ত্র দেখিয়ে তরুণীকে টে’নেহিঁ’চড়ে পাশের পেয়ারাবাগান নিয়ে যায় ওই তিন যুবক।

এরপর টোটো চালক খবর দেন তরুনীর বাড়ির লোকজনকে। খবর পাওয়া মাত্রই তরুনীর বাড়ির লোকজন এসে পৌঁছান ঘটনা’স্থলে। তাদের দেখে অ’ভিযু’ক্তরা পালিয়ে যায়। এরপর ওই তিনজন যুবকের বিরু’দ্ধে কালীগঞ্জ থা’নায় অভি’যোগ দায়ের করেছে ওই নি’র্যা”তিতা তরুণী।