ক্ষমতায় এলে ৭৫লক্ষ চাকরি! ভোটের আগে প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি

মমতা সরকারের কর্মসংস্থানের দাবি উড়িয়ে ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচির সূচনা করল বঙ্গ বিজেপি। ক্ষমতায় আসার আগেই রাজ্যব্যাপী চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে বিজেপি।

একুশের আগে বেকারদের জন্য বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের। এবার চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি। ক্ষমতায় এলেই নিয়োগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, দাবি গেরুয়া শিবিরের।

রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। বিজেপির এই ঘোষণার আশার আলো দেখতে শুরু করেছে যুব সমাজ। ভোটকে পাখির চোখ করেই এই ঘোষণা, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে বড় ঘোষণা বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের ৷ তিনি বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে চাকরির প্রতিশ্রুতি কার্ড পৌঁছে দেবে বিজেপি।

এই বেকার যুবক-যুবতীদের তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখবে রাজ্যের গেরুয়া শিবির। নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলেই এদের উপযুক্ত চাকরিতে নিয়োগ করা হবে। বাংলার বেকারত্ব সমস্যা মোকাবিলায় বিজেপির এই পরিকল্পনা।’ মুকুল রায় দাবি করেন বাংলার এই বেকারত্ব সমস্যা বিজেপি ঘুচিয়ে দেবে ৷

রবিবারই এই সাংবাদিক সম্মেলন থেকে চাকরির রেজিস্ট্রেশন কার্ডের নথিভুক্তিকরণ শুরু হয়ে যায় ৷ মুকুল রায় বর্তমান সরকারকে নিশানা করে বলেন, ‘নামেই এখন বাংলায় শিল্প সম্মেলন হয় কিন্তু কোনও বিনিয়োগ আসে না৷

সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া ছিল সব থেকে বড় ভুল ৷ ’ শুধু তাই নয়, এদিন ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুকুল রায় বলেন, ‘কালকের ঘটনার পর আমার মনে হয়েছে পশ্চিম বাংলায় আইনের শাসনের স্বার্থে এখনই ৩৫৬ হওয়া উচিত ৷’

এরপরই রাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আয়-ব্যায়ের খতিয়ান দাবি করেন বিজেপির সহ সভাপতি। দলীয় সভাপতি বা অন্য শীর্ষ নেতৃত্বের মুখে ভিন্ন সুর শোনা গেলেও বর্তমান পরিস্থিতিতে বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি প্রয়োজন রয়েছে বলে ফের দাবি করেন মুকুল রায়।